প্রবাসীদের অধিকার সাংবিধানিকভাবে সংরক্ষণ করতে হবে

প্রবাসীদের অধিকার সাংবিধানিকভাবে সংরক্ষণের দাবি জানিয়েছে প্রবাসী পেশাজীবি পরিষদ। বৃহস্পতিবার প্রেসকাবে প্রবাসীদের ‘ভোটাধিকার, বিনিয়োগ সুবিধা এবং হয়রানি বন্ধে সরকার ও বিরোধী দলের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, সংবিধানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভাগ্যের কথা বলা থাকলেও প্রবাসীদের বিষয়ে কোনো কথা বলা হয়নি। অথচ এই প্রবাসীরাই ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। প্রবাসীদের সুবিধার দিকে কোনো সরকার নজর দেয়না। ফলে প্রবাসীদের অভিশাপে দেশের সরকারগুলো অভিশপ্ত হয়ে গেছে।
প্রবাসী পেশাজীবি পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসকাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button