তেলের দাম বাড়ছে না
এ মূহুর্তে জ্বালানী তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
ক্রয় কমিটির বৈঠকে ৮টি দেশ থেকে সরকারি পর্যায়ে মোট ১৬ লাখ ২০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানী তেল আমদানির ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন ও প্রিমিয়াম নির্ধারণ করা হয়। চলতি পঞ্জিকা বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এসব তেল আমদানি করা হবে এবং এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৯৮ কোটি ৬২ লাখ টাকা।
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানী তেলের দাম বাড়ানো হচ্ছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মূহুর্তে জ্বালানী তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই।
‘জ্বালানী তেলের মূল্য বাড়ানোর বিষয়ে আইএমএফ কোনো পরামর্শ দিয়েছে কি না’ জানতে চাইলে তিনি বলেন, আইএমএফ’র পরামর্শে জ্বালানী তেলের মূল্য বাড়ানো হয় না। জ্বালানী তেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজার মূল্যের ওপর।