ইবোলা কবলিত দেশগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ছে
পশ্চিম আফ্রিকার ইবোলা কবলিত তিনটি দেশ ক্রমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বৃহস্পতিবার আরো কিছু এয়ারলাইন্স ওই অঞ্চলে তাদের ফাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এয়ার ফ্রান্স সিয়েরা লিওনে তাদের সার্ভিস ‘সাময়িকভাবে বন্ধ’ রাখতে সম্মত হয়েছে। ফলে দেশটির রাজধানী ফ্রিটাউন এবং পাশের লাইবেরিয়ার মনরোভিয়াতে এখন মাত্র রয়েল এয়ার মরক্কোর একটি নিয়মিত ফাইট চালু থাকল।
এয়ার ফ্রান্স বুধবার জানায়, তারা গিনি ও নাইজেরিয়ায় তাদের ফাইট চলাচল বজায় রাখবে। এর একদিন আগে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, তারা ইবোলা আতঙ্কের কারণে আগামী বছর পর্যন্ত লাইবেরিয়া ও সিয়েরা লিওনে তার ফাইট চলাচল স্থগিত করছে। এ দিকে পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা বৃহস্পতিবার এই মহামারি মোকাবেলা প্রশ্নে আলোচনার জন্য ঘানার রাজধানী আক্রায় বৈঠকে বসছেন।