সিলেটে ঈদের কেনাকাটা জমজমাট
ঈদের কেনাকাটা শেষ করে এনেছে বেশিরভাগ মানুষই। তবে কেউ কেউ থাকে যারা একটু দেরি করেই কেনাকাটা করতে পছন্দ করেন। শেষ মুহূর্তে দিনভর তো বটেই, গভীর রাতেও তাদের পদচারণায় মুখর থাকছে সিলেটের বিপনিবিতানগুলো। পছন্দের জামা-জুতো কিনতে দোকানে দোকানে যাচ্ছেন তারা।এখন চলছে নিত্য প্রয়োজনীয় বা গৃহস্থালি কাজের জন্য জিনিসপত্র কেনাকাটা। আর তাই নগরীর অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাথ কোথাও নেই তিল ধারণের জায়গা। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি চলছে ঈদের আগে শেষ সময়ের কেনাকাটা।
বিপনিবিতানে ক্রেতাদের উপচেপড়া এই ভিড় দেখলে মনেই হয় না এখন গভীর রাত। ঈদ সামনে রেখে সবাই ব্যস্ত কেনাকাটায়। পছন্দের পোশাক বেছে নিতে সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন দোকানে। রাত গভীর হলেও বিপনিবিতানে ভিড় রয়েছে শিশু ক্রেতাদেরও। দিন পেরোনোর পর রাতেও পণ্য বিক্রিতে এতটুকু ক্লান্তি নেই ব্যবসায়ীদের।
গভীর রাতে কেউ কেউ নিরাপত্তার বিষয়ে উদবেগ জানালেও কিছুটা নিরিবিলি ঈদের কেনাকাটায় স্বস্তিই প্রকাশ করেছেন বাকিরা।