ইরাকে হামলায় যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় ৬০ কোটি টাকা !
ইরাকের ইসলামিক স্টেট নামের সুন্নী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় হচ্ছে ৭৫ লাখ ডলার বা ৬০ কোটি টাকা। শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে।
জুনের মাঝামাঝি থেকে ইরাকে আবার সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। সে হিসেবে এ অভিযানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলার ৪০০০ কোটি টাকা খরচ হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, ইরাকের ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে খরচে তারতম্য হলেও ‘গড়ে দৈনিক ৭৫ লাখ ডলার খরচ হচ্ছে’।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের অভিযানের মাত্রা বাড়ছে সেই হারেই বাড়ছে খরচের পরিমাণ।’
কিরবি বলেন, ১৬ জুন থেকে ২৬ আগস্টের খরচ হিসেবে করে এই তথ্য পাওয়া গেছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত পেন্টাগনের খরচ কত হয়েছে সে সম্পর্কে তিনি কোনো তথ্য না দিলেও গত ৭১ দিনের ইরাক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানে পেন্টাগনের প্রতি সপ্তাহে ব্যয় হচ্ছে প্রায় ১২০ কোটি ডলার।
ইরাকে ব্যয়ের মধ্যে রয়েছে জঙ্গি বিমানের জ্বালানি খরচ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের দাম এবং অভিযানে জড়িতদের ভাতা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন পর্যন্ত ইরাকে ১১০ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া সেখানে পরিস্থিতি মূল্যায়নের জন্য ৮ শতাধিক সেনা মোতায়েন করা হয়েছে।
পেন্টাগনের যুদ্ধে ব্যয়ের খাত থেকে এ অর্থ সরবরাহ করা হচ্ছে। ২০১৪ সালে যুদ্ধ খাতে বরাদ্দ আছে ৮,০০০ কোটি ডলার। এর বড় একটা অংশই অবশ্য আফগান যুদ্ধের জন্য।
কিরবি বলেন, ২০১৪ সালে যে বরাদ্দ আছে তার মধ্যেই আছে পেন্টাগন। তবে অক্টোবরে শুরু নতুন অর্থবছরের হয়তো বাড়তি অর্থ চাওয়া হতে পারে।