প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের পক্ষে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন, ৩১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা হতে দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত নানাবিধ কর্মকা-ের ওপর প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শন, ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরে বাংলা নগরস্থ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া ঐদিন বিকেল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ এবং ঢাকাসহ দেশব্যাপী পোস্টার প্রকাশ করা হবে। প্রতিষ্ঠার দিনে দেশব্যাপী সকল ইউনিটে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে।