গাজা পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে

Gazaইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার পুনর্গঠনে ২০ বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ নিযুক্ত একটি আন্তর্জাতিক সংগঠন। শেল্টার ক্লাস্টার নামের ওই সংগঠনটিকে নিয়োগ করেছে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা এবং রেড ক্রস। ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, ইসরাইলি হামলায় গাজার প্রায় ৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
শুক্রবার শেল্টার ক্লাস্টার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি আগ্রাসনে গাজার প্রায় ১৭,০০০ ঘরবাড়ি হয় ধ্বংস অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  এছাড়া এর আগের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ঘরবাড়ি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।
সংস্থাটি জানায়, ১৮ লাখ জনসংখ্যার কৃষি প্রধান গাজার জন্য আরো ৭৫,০০০ ইউনিট বসতি দরকার। শেল্টার ক্লাস্টার জানায়, ইসরাইল ও গাজার মধ্যে প্রধান ক্রসিং দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে দৈনিক ১০০ ট্রাক আসা যাওয়ার ভিত্তিতে তারা ২০ বছরের হিসেবে করেছেন।
২০০৭ সাল থেকে গাজার নির্মাণ সামগ্রী প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরাইল। গত ৫০ দিনের ইসরাইলি আগ্রাসনে প্রায় ২২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের প্রায় ৮০ ভাগই নিরস্ত্র বেসামরিক লোক বলে জানিয়েছে জাতিসংঘ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button