সংসদে হাস্যরসের পাত্রী হলেন রওশন
ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানিয়ে সংসদে হাস্যরসের পাত্রী হলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এমনকি তার দলীয় সংসদ সদস্যরা হাসি আটকাতে পারেননি।
সোমবার দশম সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমন পরিবেশ সৃষ্টি হয়। অবশ্য মরিয়া হয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোর ভঙ্গিটিই হাস্যরসের কারণ!
সংসদে দাঁড়িয়ে চারটি জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানান রওশন এরশাদ। তিনি বলেন, আমি কিশোরগঞ্জকে চাই না। জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ নিয়ে বিভাগ করলেই হবে। ওই অঞ্চলের মানুষের এটা জোর দাবি।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনাকে এটা করতে হবে। এটা আমাদের দাবি। এটা রাখতেই হবে।
বিরোধীদলীয় নেতার এমন দাবিতে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীসহ সরকারদলীয় অনেক সদস্য তার এমন দাবিতে হেসে ওঠেন। এমনকি জাতীয় পার্টির সদস্যরাও তাদের হাসি থামাতে পারেননি।