আন্তর্জাতিক চাপে বসতি পরিকল্পনা স্থগিত করেছে ইসরাইল
আন্তর্জাতিক চাপের মুখে জেরুজালেম ও পশ্চিম তীরে বসতি স্থাপনের পরিকল্পনা বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি নিউজ পোর্টাল ওয়াল্লা এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে পোর্টালটি জানায়, আন্তর্জাতিক সংকটের আশঙ্কায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষিতে বসতি স্থাপনের পরিকল্পনা প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় হামলার পর ইসরাইলের জাতীয় পরিস্থিতি বিস্ফোরণোম্মুখ ও জটিল। তাই নতুন কোনো সংকট তৈরির ব্যাপারে দেশটিকে সতর্কভাবে পা ফেলতে হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ জুন অপহৃত তিন ইহুদি কিশোরের লাশ পরবর্তী সময়ে হেবরন থেকে উদ্ধারের পর ২৫শ’ ঘর নির্মাণের ঘোষণা দেয় ইসরাইল। এর মধ্যে ১৫শ’ দক্ষিণ জেরুজালেমে এবং পরবর্তীতে ১ হাজার ঘর পশ্চিম তীরে তৈরির কথা বলা হয়।