মুক্তিযুদ্ধের প্রথম আহ্বানকারী জিয়াউর রহমান : তারেক রহমান
মুক্তিযুদ্ধের প্রথম আহ্বানকারী জিয়াউর রহমান’ বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার লন্ডনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা শেখ মুজিব ১৯৭৪ সালে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল সৃষ্টি করেন। মৃত্যুর আগ পর্যন্ত বাকশালই ছিল শেখ মুজিবের একমাত্র দর্শন। সে হিসেবে আওয়ামী লীগ নামক দলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় ১৯৭৪ সালে।
‘জিয়াউর রহমান ১৯৭৮ সালে পলিটিক্যাল অ্যাক্টের অধীনে আওয়ামী লীগকে নতুন জন্ম দান করেন এবং তার কল্যাণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আজকে রাজনীতি করার সুযোগ লাভ করেছেন।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের ও মন্ত্রীদের বক্তৃতা, বিবৃতি এবং অসভ্যতা মেনে নেওয়া যায় না বলে আমাকে কথা বলতে হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি শেখ হাসিনা জানতেন। আর জানতেন বলেই তখনকার সরকারকে না জানিয়ে মুক্তাঙ্গন থেকে তড়িঘড়ি করে আওয়ামী লীগ অফিসের সামনে সভা এবং ট্রাকের মধ্যে প্রটেক্টেড গাড়িতে মঞ্চ বানিয়ে সমাবেশ করেন। রহস্যে ঘেরা এসব প্রশ্নের জবাব জাতিকে দিতে হবে।’
তিনি আদালতের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ’২১ আগস্টের হত্যা মামলার আসামি অফিসার আবু কাহার আকন্দ কে কেন পূণরায় ২০০৮ সালে চাকরিতে বহাল করে এই মামলায় নিয়ে আসা হয়েছে, তা জাতিকে জানিয়ে দিন।’