প্রথম ব্রিটিশ ইবোলা রোগি ‘সম্পূর্ণ সুস্থ’
আট দিন পূর্বে সিয়েরা লিওন থেকে লন্ডনে প্রত্যাগমনকারী ইবোলা আক্রান্ত ব্রিটিশ নার্স উইল পুলি(২৯) যিনি এখন রয়েল ফ্রি হাসপাতালের একটি আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন, তিনি এখন পূর্ণ সুস্থ রয়েছেন বলে তার পিতা জানিয়েছেন।
খবরে বলা হয় উইল পুলি হচ্ছেন ইবোলা আক্রান্ত প্রথম ব্রিটিশ নাগরিক যিনি দ্রুত ‘সম্পূর্ণ সুস্থ’ হয়ে উঠছেন। তার পিতা রবিন জানিয়েছেন তিনি এখন খাবার খাচ্ছেন এবং বেশী করে কথাবার্তা বলছেন। এতে মনে হচ্ছে তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি এখন আশংকামুক্ত।
ইবোলায় আক্রান্ত হওয়ার পর পুলিকে আট দিন পূর্বে সিঁয়েরা লিওন থেকে দেশে ফিরিয়ে আনা হয় এবং উত্তর লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালের একটি আইসোলেশান ইউনিটে তাকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে।
বিশেষভাবে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স পুলিকে চিকিৎসা দিচ্ছেন এবং পরীক্ষামূলক ঔষধ জেম্যাপ তার উপর প্রয়োগ করা হয়।
উল্লেখ্য, এ যাবত মানুষের উপর এ ভয়াবহ রোগের কোন টিকা প্রয়োগ করা না হলেও বানরের উপর পরিচালিত পরীক্ষা সফল হয়েছে।