ব্রিটেনে বাড়ির মূল্য বাড়ছে অস্বাভাবিকভাবে
সম্প্রতি পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে যে ব্রিটেনে আগষ্ট মাসে বাড়ির মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে এই প্রবণতা কমার কোন লক্ষণই পরিলক্ষিত হচ্ছে না বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয় জুলাই মাসের তুলনায় আগষ্ট মাসে বাড়ির মূল্য ৮% বেড়েছে। অর্থনীতিবিদরা এই বৃদ্ধি ০.১% হবে বলে আশা করেছিলেন।
জাতীয় প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন “ বাড়ির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে হাউজিং মার্কেটের অবস্থা খুবই অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১৫ সালের প্রথম চার মাসে আরো এক দফা বাড়তে পারে।”
বিশ্লেষকদের সতর্কবাণী অনুযায়ি মাসিক ৮% বৃদ্ধি জুলাই মাসের চেয়ে অনেক অনেক বেশি।
গার্ডনার বলেন যাহোক, জাতীয় পর্যায়ে উন্নয়নশীল অর্থনৈতিক পরিস্থিতি হাউজিং চাহিদা মেটাতে চলমান সহায়তা প্রদান করে যাবে।
মর্টগেজ ব্রোকার এসপিএফ প্রাইভেট ক্লাইয়েন্টসের প্রধান নির্বাহী মার্ক হ্যারিস বলেন “ হাউজিং মার্কেটের জন্য আগষ্ট ছিল একটি সুন্দর মাস। বাড়ির দাম কিছুটা পরিমাণে হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে।”