গোলাম আযম সিসিইউতে
মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, সকালে হাসপাতাল থেকে বাবার অসুস্থতার খবর পাই। এরপর হাসপাতালে এসে দেখি বাবাকে আইসিইউতে রাখা হয়েছে। এখন শ্বাসকষ্ট একটু কমে যাওয়ায় বাবা কথা বলছেন। তবে তার শরীরের কি অবস্থা, তিনি শঙ্কামুক্ত কি না, সে সম্পর্কে ডাক্তার কোনো কথা বলেননি।
এর অগে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে আইসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, বেলা সাড়ে ১২টায় তার ব্লাড পেসার ছিল ১৫০-১১০।
মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. আবদুল মজিদ ভূঁইয়া জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গোলাম আযমকে আইসিইউতে নেয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক গোলম আযম একবার হার্ট অ্যাটাক করেছিলেন। তার হার্টে পানি রয়েছে। এছাড়া তিনি শ্বাসকষ্টেও ভুগছেন।
গত বছরের ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনা ৫ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬১টির অভিযোগের সবক’টিই প্রমাণিত হলেও বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে এ সাজা দেওয়া হয় বলে রায়ে উল্লেখ করেন ট্রাইব্যুনাল।