‘গুড মর্নিং লন্ডন’ এর পুরোটাই শুটিং হবে লন্ডনে
মডেল ও অভিনেত্রী তানিয়া আহমেদ নাটক নির্মাণ দিয়েই শুরু করেছিলেন তার নির্মাণ ক্যারিয়ার। ৩০ আগস্ট থেকে লন্ডনে শুরু করলেন তার প্রথম চলচ্চিত্র ‘গুড মর্নিং লন্ডন’ এর শুটিং। এটিই হবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র যার পুরোটাই শুটিং হবে লন্ডনে।
২৯ আগস্ট তানিয়া আহমেদ তার শুটিং ইউনিউট নিয়ে লন্ডন পৌঁছান। তানিয়ার সঙ্গে লন্ডনে এসেছেন তারিক আনাম খান, মীর সাব্বির, মিশু সাব্বির, সাজু মুনতাসির, বিদ্যা সিনহা মিম, সাজ্জাদ প্রমুখ। রায়হান খানের কাহিনী ও চিত্রগ্রহণে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করবেন এস আই টুটুল, হাবীব ও জে কে।