বিয়ে করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
অবশেষে বিয়ে করলেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জিলিনা জোলি। গত শনিবার ফ্রান্সে তাদের বিয়ে সম্পন্ন হয়। ৫০ বছর বয়সী ব্রাড পিট ও ৩৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি দীর্ঘ দিন ধরেই একসঙ্গে থাকেন। বিভিন্ন সময় তাদের বিয়ের কথা শোনা গেছে।
এবার অানুষ্ঠানিকভাবে তারা বিয়ে করলেন। ফ্রান্সের চাতিউ মিরাভাল গ্রামে একদম ঘরোয়া পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জিলিনা জোলির ছয় সন্তান।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দুই তারকা। এরপর থেকে তাঁরা একসঙ্গেই থাকতেন। অস্কারজয়ী তারকা অ্যাঞ্জেলিনা জোলি এর আগে অভিনেতা জনি লী মিলার ও বব থর্টনকে বিয়ে হয়েছিলো। জোলির এটি তৃতীয় বিয়ে।
আর ব্রাড পিটের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে বিয়ে করেছিলেন। বর্তমানে ‘বাই দ্য সি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন ব্রাড পিট ও জোলি। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।