জাতীয় সংসদে গাজা নিয়ে আলোচনা ও নিন্দা প্রস্তাব

Sangsadফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা চালিয়ে ইসরাইল মানবতা বিরোধী অপরাধ করেছে। এ অপরাধে আন্তর্জাতিক আদালতে ইসরাইলী প্রধানমন্ত্রীবেঞ্জামিন নেতানিয়াহুর বিচার করতে হবে।
ইসরাইলে বর্বোরিহ আক্রমনে এ পর্যন্ত ২হাজার ১০১জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৫৩জন নারী ও ৪৯৩ টি শিশু রয়েছে। এই হত্যাযঞ্জে গোটা বিশ্ব মানবতা বাকরুদ্ধ। কিন্তু পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘ নীরব। আরব দেশগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। এই মানবতা বিরোধী অপরাধ কোনভাবে মেনে নেয়া যায়না।
জাতীয় সংসদে মঙ্গলবার সন্ধার পর সাধারণ আলোচনায় সংসদ সদস্যরা এ ধরণের অভিমত ব্যক্ত করেন। সংসদে গাজায় ইসরাইলী হামলা বন্ধ ও অধিকৃত এলাকা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়। নিন্দা প্রস্তাবের আলোচনায়  সিনিয়র সংসদ সদরা বক্তব্য রাখছেন।
আওয়ামীলীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজুলল করিম সেলিম কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায়  নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। তার প্রস্তাবটি  ছিলো: “সম্প্রতি গাজায় নিরীহ মুসলমান নারী-পুরুষ ও শিশুসহ বাড়ী-ঘর, মসজিদের ওপর ইসরাইল যে নারকীয় হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক। গাজা এলাকায় দখলকৃত সকল জমি ফেরৎ দেয়া হোক এবং এ সমস্যার স্থায়ী সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হোক। ইসরাইল কর্তৃক এ বর্বরোচিত হামলার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ”
প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম বলেন, ইসরাইল ফিলিস্তিনীদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই হত্যাযজ্ঞ হয়েছে। তিনি গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানাচ্ছি। গাজার অধিকৃত এলাকা ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, আজ আরব বিশ্বের ভূমিকা  নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের ভূমিকা মুসলিম বিশ্ব মেনে নিতে পারেনি। ওআইসি তেমন কোন ভূমিকা পালন করেনি। তারা ঐক্যবদ্ধ থাকলে ইসরাইল এই জঘন্য অপরাধ করতে সাহস পেতোনা। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব নিশ্চুপ। তাদের মানবতা আজ কোথায়? তারা আজ কিছুই বলছেনা।  মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে উভয় পক্ষকে সংযত হতে হবে। আক্রমণ করলো ইসরাইল, সংযত হতে হবে উভয়পক্ষকে-এটা হতে পারেনা। এটা চলতে দেয়া যেতে পারেনা। গোটা বিশ্ব  মুসলিমকে এক হতে হবে। তাহলে আর কোনদিন হামলা চালাতে পারবেনা।  মার্কিনী ওপশ্চিমারা যা বলে জাতিসংঘ তা করে। জাতিসংঘ মানব কল্যানের জন্য হলে এখানে হস্তক্ষেপ করে হত্যাযঞ্জ বন্ধ করতে পারে। তিনি পদক্ষেপ নিতে জাতি সংঘ মহাসচিব বানকি মুনের প্রতি আহবান জানান। তিনি বলেন, মানবাধিকার সংগঠন তাদের মানববাধিকার কাদের মানবাধিকার রক্ষা করে? তারা ইসরাইলের পক্ষ নিয়েছে। এসব সংগঠনের অপরাধের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয়েছে।
আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আজ বিশ্ব নিশ্চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র ছিন্ন ইসলামী দেশগুলোকে বিচ্ছিন্ন করে ফেলছে। তিনি ইরাক, সিরিয়া, লিবিয়ার কথা উল্লেখ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এটা করছে। এই সুযোগে ফিলিস্তিনীদের ওপর হামলা চালানো হচ্ছে। এছাড়া সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি, চিফ হুইপ আসম ফিরোজসহ অন্যান্য সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button