অর্থনৈতিক সূচকে এগিয়েছে বাংলাদেশ
বৈশ্বিক সক্ষমতা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরমের (ডব্লিউইএফ) সূচকে গতবারের তুলনায় এবার একধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। যা গতবার ছিল ১১০তম অবস্থানে।
সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকনোমিক ফোরম (ডব্লিউইএফ) বুধবার এ সূচক প্রকাশ করে।
এবারের তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। আর সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে গায়ানা। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, শ্রম বাজারের সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি, উদ্ভাবনী ব্যবসাসহ ১২টি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করে ডব্লিউইএফ।
এবারের তালিকায় প্রথম দিকে থাকা ১০টি দেশ হলো সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, জার্মানী, জাপান, হংকং, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও সুইডেন।
অর্থনীতির ক্রমোন্বতি ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিশ্বঅর্থনীতি ঝুকিঁর মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে ডব্লিউইএফ।
বিভিন্ন দেশের সক্ষমতা, উৎপাদনশীলতা ও উন্নতি বিষয়ে সমন্বিত চিত্র তুলে ধরার লক্ষ্যে ডব্লিউইএফ ২০০৪ সাল থেকে এ সূচক প্রকাশ করে আসছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বৃহস্পতিবার ঢাকায় ডব্লিউইএফের এ প্রতিবেদনটি প্রকাশ করবে। একইসঙ্গে সিপিডি বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়েও একটি প্রতিবেদন উপস্থাপন করবে।
লিংক : http://reports.weforum.org/global-competitiveness-report-2014-2015/rankings/