ইরাকে আরো সাড়ে ৩শ’ মার্কিন সেনা

Iraqইরাকের রাজধানী বাগদাদে কূটনৈতিক স্থাপনা ও কূটনীতিকদের সুরক্ষা দিতে আরো ৩৫০ জন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা এ আদেশ দিয়েছেন বলে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়। নতুন করে এই সেনা পাঠানোর মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার উপস্থিতি এক হাজার পার করতে যাচ্ছে।
ইরাকে সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যাপক তত্পরতার মুখে সেখানে মার্কিন দূতাবাস, অন্যান্য স্থাপনা ও কূটনীতিকদের নিরাপত্তায় অতিরিক্ত সেনা চেয়ে গত মাসে অনুরোধ জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেক ভূখণ্ড এখন আইএস জঙ্গিদের দখলে। সিরিয়া ও ইরাকের দখলকৃত ভূখণ্ড নিয়ে তারা ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
ইরাকের একাধিক খৃস্টান অধ্যুষিত শহর দখলে নিলে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গত ৮ আগস্ট থেকে বোমা হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র।
আইএস যোদ্ধাদের হাতে স্টিফেন সটলফ নামের আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওচিত্র মঙ্গলবার প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরাকে আরো মার্কিন সেনা পাঠানোর ঘোষণা আসে। এরআগে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button