বাংলাদেশি ছাত্রের কৃতিত্বে জার্মানজুড়ে তোলপাড়

Jarmanপ্রবাসী বাংলাদেশি এক ছাত্রের কৃতিত্বে গোটা জার্মানিজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত চলছে আলোচনার ঝড়। উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশের আদিব আহমেদ টটো-জার্মানিতে প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। লেখাপড়ার ফাঁকে খেলাধূলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। টেবিল টেনিস খেলার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। জার্মানে গিয়েও তিনি বসে থাকেননি। নিয়মিত চর্চা করেছেন টেনিস খেলার। সেখানে সিঙ্গেল এবং ডাবল দু’টোতেই চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে সারা জার্মানিদের তাক লাগিয়ে দিয়েছেন। জার্মানিতে ক্রীড়াজগতের মিডিয়া এবং সবারই দৃষ্টি এখন বাংলাদেশের আদিব আহমেদের দিকে। জার্মান একটি প্রভাবশালী পত্রিকা এক পৃষ্ঠাব্যাপী বাংলাদেশ ও আদিব আহমেদের প্রশংসা করে ট্রফি জয়ের সচিত্র প্রতিবেদনও প্রকাশ করেছে। বাংলাদেশের সোশাল মিডিয়ায় তথা ফেসবুকেও আদিব আহমেদকে নিয়ে আলোচনার ঝড় বইছে। প্রসঙ্গত, জার্মান টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জনকারী আদিব আহমেদ হলেন-বাংলাদেশ ক্যারাম ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধাণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন-এর ছোট ভাই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button