স্যামসাং আনলো ডুয়েল স্ক্রিন সুবিধার স্মার্টফোন

Samsungবিশ্বে প্রথমবারের মতো ডুয়েল স্ক্রিন সুবিধার স্মার্টফোন আনছে স্যামসাং। বুধবার জার্মানির বার্লিনে প্রযুক্তিপণ্যের ঘোষণার ডুয়েল বা দুই স্ক্রিন সুবিধার এ পণ্যটি নিয়ে প্রযু্ক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। একটি বাঁকানো স্ক্রিন। স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটির নাম গ্যালাক্সি নোট এজ। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট এজ হচ্ছে নোট৪ এর একটি বিশেষ সংস্করণ। এই স্মার্টফোনটিতে থাকছে ৫.৬ ইঞ্চি মাপের ডিসপ্লে। স্মার্টফোন কাঠামোর ডান দিকটিও বাঁকানো স্ক্রিন দিয়ে মোড়ানো। এ বছরের শেষ দিকে এই স্মার্টফোনটি বিক্রি শুরু করবে স্যামসাং। অবশ্য এর দাম বিষয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বড় মাপের এই স্মার্টফোনটিকে অবশ্য বাঁকানো ফ্যাবলেট বলছে স্যামসাং। এর মূল ডিসপ্লেতে ইমেইল পড়ার সময়ই ছোট আকারের বাঁকানো ডিসপ্লেতে এসএমএস পড়া যাবে কিংবা নোটিফিকেশন দেখা যাবে। দ্রুত বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করতেও এই স্ক্রিনটির সাহায্য নেয়া যাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button