ইরাকে বিমান হামলায় অংশ নেবে ব্রিটেন
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে ব্রিটেন। একটি ভিডিওচিত্রে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিলে ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএসের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। ওয়েলসে ন্যাটো নেতাদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হওয়ার প্রাক্কালে একটি জরুরি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘আমি আপনাদের এ ব্যাপারে আশ্বস্ত করছি, এদের প্রতিরোধের জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।’ মঙ্গলবার আইএসের দ্বিতীয় মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের দৃশ্য সংবলিত ভিডিওটি প্রচারিত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সভাপতিত্বে ওই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
ক্যামেরন বলেন, ‘আমরা ভীরু নই। সন্ত্রাসবাদ দমনের প্রত্যয় থেকে আমরা পিছিয়ে যাইনি।’ এদিকে ব্রিটেন স্বীকার করেছে, আইএসের হাত থেকে তাদের নাগরিককে উদ্ধারের চেষ্টা সফল হয়নি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ভিডিওটি সত্য। এর মধ্যে কোনো রকম চালাকি কিংবা প্রতারণামূলক কিছু দেখানো হয়নি। যা দেখানো হয়েছে ঠিক তাই ঘটেছে।