তুরস্কে ৯১ বছর পর প্রেসিডেন্ট ভবন পরিবর্তন

Turkyতুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান রাজধানী আঙ্কারার আতাতুর্ক ফরেস্ট ফার্মে নবনির্মিত প্রেসিডেন্ট প্রাসাদে উঠতে যাচ্ছেন। ৯১ বছরের মধ্যে তিনি প্রথম প্রেসিডেন্ট ঐতিহ্য ভেঙে নতুন ভবনে বসবাস শুরু করতে যাচ্ছেন। এর আগে দেশটির সব রাষ্ট্রপ্রধান কাংকায়া প্রেসিডেন্ট ম্যানশনে বসবাস করেছেন। এ দিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী আহমদ দাউদ ওগলু সাবেক প্রেসিডেন্ট ভবনে পরিবার নিয়ে উঠবেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট অফিসের একটি সূত্র।
আজারবাইজান সফরে যাওয়ার আগে এরদোগান উপস্থিত সাংবাদিকদের বলেন, আর কয়েক দিন আমি কাংকায়া প্রাসাদে আছি। গত ১০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন।
অন্য দিকে তুরস্কের উপপ্রধান মন্ত্রী বাসির আতালিয়া বলেন, এরদোগানের এ সিদ্ধান্ত তার মেয়াদে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এ সময় কাংকায়া প্রাসাদকে সংরক্ষণযোগ্য ঐতিহ্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button