বিশ্বে ১০ জনে একজন তরুণী যৌন নির্যাতনের শিকার
বিশ্বের ১২ কোটি তরুণী অর্থাৎ, গড়ে ১০ জনে ১ জনের কিছু বেশি ২০ বছর বয়সেই হয় ধর্ষিত নয়তো যৌন হামলার শিকার হচ্ছেন। জাতিসংঘের এক পরিসংখ্যানে ভয়াবহ এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউনিসেফ বলছে, শুধু ২০১২ সালেই ৯৫ হাজার শিশু ও টিএনএজার হত্যাকা-ের শিকার হয়েছে। এর অধিকাংশই ঘটেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে। বিশ্বে ২-১৪ বছর বয়সী ১০টির মধ্যে ৬টি শিশুকেই প্রায়ই মারধর করা হয়। তাদের গালিগালাজও করা হয়। ১৯০টি দেশ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ডকুমেন্টটি তৈরি করেছে ইউনিসেফ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওই রিপোর্টে উল্লেখ করা হয়, সারা বিশ্বে শিশুরা নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে। বয়স, জলবায়ু, ধর্মমত, সম্প্রদায় ও আয়ের গ-ি অতিক্রম করে নির্বিশেষেই শিশুদের ওপর চলছে এ সহিংসতা। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যানথনি লেইক এ তথ্য দেন। তিনি বলেন, এটা ঘটছে বাড়িতে, স্কুলে এবং সম্প্রদায়ের ভেতরে যেখানে শিশুদের নিরাপদ থাকার কথা। এর আগে কখনও এতোগুলো দেশের পরিসংখ্যান একত্রিত করে ডকুমেন্ট তৈরি করা হয়নি।