জেদ্দায় পৌঁছেছেন ১১৪২ জন হজযাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি হজ ফ্লাইট (বিজি-১০১১), (বিজি-৩০১১) ও (বিজি-৫০১১) ১১৪২ জন হজযাত্রী নিয়ে আজ বধুবার জেদ্দায় পৌঁছেছেন। বিমানের প্রথম হজ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জেদ্দায় পৌঁছলে সউদী সরকারের ডেপুটি মিনিস্টার (হজ) আব্দুল্লাহ মোহাম্মদ মারগানি বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ শহীদুল ইসলাম, সউদী হজ মন্ত্রণালয়ের মহাপরিচালক হজ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ বারাউই, দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক হজ কমিটির চেয়ারম্যান রাফাত ইসমাইল বদর, সউদী ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক খালেদ মোকতার, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, কনসাল (হজ) মোহাম্মদ আসাদুজ্জামানসহ দূতাবাস এবং কনস্যুলেটের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানের প্রথম ফ্লাইটে ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রীকে সউদী সরকারের পক্ষ থেকে জায়নামাজ, তসবিহ এবং আতর উপহার দেয়া হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৫৭ জন পবিত্র হজব্রত পালন করতে সউদী আরব যাচ্ছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৫১০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৭ হাজার ২৪৭ জন যাচ্ছেন। হজ ফ্লাইট চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর এবং শেষ হবে ৭ নভেম্বর। এদিকে, গতকাল পর্যন্ত ঢাকাস্থ সউদী দূতাবাস ১১৮টি হজ এজেন্সির ১৯ হাজার ৮৪৪ জন হজযাত্রীর হজ ভিসা সরবরাহ করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ১৫শ’ ৮ জন হজযাত্রীর ভিসাও রয়েছে। গত রাতে বিমানের একটি শিডিউল ফ্লাইট যোগে আরো কিছু হজযাত্রীর জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে।