সুদান থেকে ২২ বাংলাদেশীকে দেশে ফেরত
সুদান থেকে ২২ বাংলাদেশীকে দেশে পাঠিয়েছে নিয়োগদাতা কোম্পানী। শনিবার এয়ার এরাবিয়ার পৃথক তিন ফাইটে তারা দেশে ফেরেন। বিমান বন্দর সূত্র জানায়, শনিবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পৃথক ফ্লাইটে তারা দেশে ফিরেন।
জানা গেছে চলতি বছরেরর জানুয়ারিতে ও ফেব্রুয়ারিতে আল পূর্বাসা ইন্টার ন্যাশনালের মাধ্যমে এই শ্রমিকরা সুদানের একটি কোম্পানীতে চাকরি নিয়ে যান। কিন্তুু চুক্তি অনুযায়ি সেখানে তাদের বেতন দেয়া হয়নি। এ নিয়ে অভিবাসী ঐক্য ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে গত জুলাই মাসে অভিযোগ দেয়া হয়। এর প্রেক্ষিতে কোম্পানীর মালিক তাদের দেশে পাঠায়।
এব্যাপারে অভিবাসী ঐক্য ফোরামের আহবায়ক আল আমিন নয়ন জানান, আগামী মঙ্গবার সিআইডিতে লিখিত আভিযোগ দেয়া হবে।