আল আহরার সেপ্টেম্বর সংখ্যা বাজারে এসেছে
নজরকাড়া প্রচ্ছদ ও নান্দনিক বিষয় নিয়ে বাজারে এসেছে মাসিক আল আহরার সেপ্টেম্বর সংখ্যা। বর্তমান সংখ্যায় দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গ স্থান পেয়েছে। তাছাড়া নিয়মিত বিভাগ- বিশ্বপূরান, মন্তব্য প্রতিবেদন, ধর্ম, সাহিত্য, কিশোরপত্র, মেইলবক্স ও নিউজবক্স তো আছেই। যুক্তরাজ্যের মুসলিম দাতব্যসংস্থাগুলোর ব্যাংক একাউন্ট বন্ধ করে দিচ্ছে একের পর এক ব্যাংক। ফলে ব্রিটেনের অভ্যন্তরে কার্যক্রম চালানো দাতব্যসংস্থাগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে। অনেক চ্যারিটি সংস্থা ইতিমধ্যে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম বিদেশে সরিয়ে নেওয়ার কথা চিন্তাভাবনা করছে। মুসলিম দাতব্যসংস্থাগুলোর ওপর ব্যাংকের কেন এমন খড়গ? এ ব্যাপারে কী বলছেন, ব্যাংক ও চ্যারিটির কর্মকর্তারা? এ সংক্রান্ত বিষয় জানতে সাইমন হুপারের প্রচ্ছদ প্রতিবেদন ‘ব্যাংকের কোপানলে দাতব্যসংস্থা’ আপনাকে পাঠ করতে হবে। গাজায় ইসরাইলী বাহিনির নির্মমতা নিয়ে ‘আর কত তোমরা গাজাকে ধর্ষণ করবে’ মন্তব্য প্রতিবেদন লিখেছেন আল আকসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার ইদ। সবে বেরিয়েছে জিসিএসই পরীক্ষার ফল। প্রাপ্ত ফলাফলে বাঙালী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের খবর এসেছে। জিসিএসই পরীক্ষায় বাঙালি কৃতি শিক্ষার্থীদের সাফল্য গাথা নিয়ে ফায়সাল আইয়ূবের প্রতিবেদন ‘তাঁরা আমাদের তারা’। দরজায় কড়া নাড়ছে হজ্জ ও কুরবানীর ঈদ। এ সংক্রান্ত চারটি প্রবন্ধ পাবেন এ সংখ্যায়। আগের সব সংখ্যার মতোই আল আহরার সেপ্টেম্বর সংখ্যাটি ৭ ফর্মা কাগজে চাররঙ্গ প্রচ্ছদে ছাপা হয়েছে। আল আহরারে আপনিও গল্প, প্রবন্ধ, অনুবাদ যে কোনো বিষয়ে লিখতে পারেন। ডাকযোগে আল আহরার পাঠানো হচ্ছে। আপনার কপির জন্য ঠিকানা দিন ও চাহিদার কথা জানান। অথবা সহজে কপি পেতে ‘ব্রিকলেনের ‘সঙ্গীতা’ এবং কুইন কেজেন মার্কেটের ‘ইউরো এশিয়া’তে যোগাযোগ করুন।
সার্কুলেশন যোগাযোগ
০৭৪৫ ৪৩৮২৩১৬