পিএইচপি কুরআনের আলোয় বিজয়ী নাজমুস সাকিব
এনটিভিতে প্রচারিত দেশের প্রথম ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে-১৩’র চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে ময়মনসিংহের ছেলে হাফেজ নাজমুস সাকিব। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অর্থের চেক ও ক্রেস্ট হস্তান্তর করা হয়। সাকিব এর আগে দুবাইতে অনুষ্টিত কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছে। পিএইচপি কুরআনের আলো প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে খুলনার তেরখাদার ছেলে ইয়াসিন, তৃতীয় হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এমদাদুল্লাহ, চতুর্থ হয়েছে যশোরের নাহিদুর রহমান ও পঞ্চম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছেলে এরশাদুল্লাহ। পুরষ্কার হিসেবে প্রথম বিজয়ীকে তিন লাখ টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় বিজয়ীকে দুই লাখ, তৃতীয় বিজয়ীকে এক লাখ, চতুর্থ ও পঞ্চম বিজয়ীকে ৭৫ হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়। প্রথম ও দ্বিতীয় বিজয়ীর মাথায় পাগড়ি পড়িয়ে দেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানে আগত বিচারক-দর্শকেরা প্রতিযোগীদের কণ্ঠে কুরআনের তিলাওয়াত মনযোগ দিয়ে শোনেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক, ক্বারী জহিরুল ইসলাম, ক্বারী মো: হাবিবুল্লাহ বেলালী, হাফেজ মাওলানা আবু ইউসুফ ও মো: আব্দুল্লাহ। চূড়ান্ত পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বজলুল হক হারুন এমপি, এনামুল হক এমপি, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. এম শমশের আলী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ও পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার দূতবাসের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর ভিডিও বক্তব্য দেখানো হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, পিএইচপি কুরআনের আলো একটি অবিস্মরণীয় প্রতিযোগিতা। এরমাধ্যমে দেশের কুরআনের হাফেজরা আরো অনুপ্রাণিত হবে। সভাপতির বক্তব্যে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আল্লাহ যে সর্বশক্তিমান তার বড় উদাহরণ ছোটো বাচ্চাদের মুখে কুরআন তিলওয়াত। বিশ্বে একমাত্র কুরআনেরই হাফেজ আছে, অন্য কোনো গ্রন্থের নয়। গোটা বিশ্বে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। ২০০৯ সাল থেকে এ অনুষ্ঠান হয়ে আসছে। এবার অনুষ্ঠিত হলো পঞ্চম পর্ব। এবারের প্রতিযোগীতায় দেশের ২০ হাজার হাফেজ অংশ নিয়েছিল। এরমধ্যে ৩০ জনকে টিভিতে প্রতিযোগীতার জন্য বাছাই করা হয়। এদেও মধ্যে ফের ৫ জনকে চূড়ান্ত পর্বে রাখা হয়। যার শেষ পর্ব সম্পন্ন হলো মঙ্গলবার। পিএইচপি কুরআনের আলো প্রতিযোগীতা প্রতিভার সন্ধানে‘১৩ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সিটিসেল এবং বাংলা ক্যাট।