সুইস ঘড়ির বাজার ডোবাবে আইওয়াচ!

iWatchআন্তর্জাতিক রাজনীতির বেলায় সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ অবস্থান রেখে চলে। তবে এবার হয়তো নতুন করে ভাবতে হবে দেশটিকে। বিশ্বের শীর্ষ ঘড়ি নির্মাতার বিরুদ্ধে যেন অনেকটা যুদ্ধই ঘোষণা করলেন অ্যাপলের জনি আইভ। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপলের আসন্ন আইওয়াচ সুইজারল্যান্ডের ঘড়ির বাজারে ধ্বস নামাতে পারে বলে মন্তব্য করেছেন ডিজাইন গুরু স্যার জনি। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের ৯ তারিখে অ্যাপল আইওয়াচ-এর ঘোষণা দেবে। আইওয়াচ-এর মাধ্যমে স্মার্ট ঘড়ির বাজারে প্রবেশ করছে অ্যাপল। ২০১০ সালে আইপ্যাড এর পর এটাই তাদের একমাত্র নতুন পণ্য। আর এজন্য অন্যতম সৌখিন সুইস ঘড়ি নির্মাতা ট্যাগহয়্যার-এর এক শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে অ্যাপল। বিলাসবহুল ঘড়ি তৈরি ও রপ্তানিতে সুইজারল্যান্ড বরাবরই সুপরিচিত। দেশটির অর্থনীতিও অনেকটাই নির্ভর করে তাদের ঘড়ির বাজারের উপর। এ শিল্পে দেশটিতে কাজ করে প্রায় ৫৬ হাজার কর্মী। ২০১৩ সালে করা ডিলয়েট এর এক প্রতিবেদনে জানা যায়, ২০১৩ সালের প্রথম এগার মাসে সুইস ঘড়ির বাজার ছিল প্রায় ২২ বিলিয়ন ডলারের। তবে, সামনের সপ্তাহে উন্মোচিত হবে বলে প্রত্যাশিত আইওয়াচ ২০১৫ এর আগে বাজারে ছাড়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button