জনমত জরিপে স্কটল্যান্ডের স্বাধীনতাকামীরা এগিয়ে
স্কটল্যান্ডে রোববার প্রকাশিত এক নতুন মতামত জরিপের ফলাফলে দেখা গেছে, সেখানকার স্বাধীনতাকামীরা এগিয়ে রয়েছেন। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের মাত্র ১১ দিন আগে এ ফল প্রকাশিত হলো।
ইউগভ এবং সানডে টাইমস পরিচালিত এ গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৫১ শতাংশ এবং বিপক্ষে ৪৯ শতাংশ মত দিয়েছে। মতামত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা কোন পক্ষকে সমর্থন করবেন তা ঠিক করতে পারেন নি তাদেরকে এ গণনা থেকে বাদ দেয়া হয়েছে। স্কটল্যান্ডের প্রথমমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ডের নেতৃত্বাধীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) জনপ্রিয়তা যে ক্রমেই বাড়ছে তা এ মতামত জরিপে পরিষ্কার হয়ে গেছে।
সানডে টাইমসের খবরে আরো বলা হয়েছে, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট নিয়ে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন এবং তিনি এ সংক্রান্ত সর্বশেষ খবর তাকে জানানোর নির্দেশ দিয়েছেন।
গণভোটে স্কটল্যান্ড স্বাধীনতা পক্ষ বিজয়ী হলে আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের ভূমিকা নিয়ে নানা প্রশ্নে সৃষ্টি হবে। এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পদত্যাগ করতে হতে পারে। ব্রিটেনের পরমাণু ক্ষেপণাস্ত্র ট্রাইডেন্ট স্কটল্যান্ডে মোতায়েন আছে এবং এসএনপি বলেছে, স্কটল্যান্ড স্বাধীন হলে ২০২০ সালের মধ্যে এ সব ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে হবে।