কাশ্মীরে ৬০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা

Kashmirভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে ভয়াবহ বন্যায় ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় তিন দিন থেকে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। পালবামা এলাকায় উদ্ধার অভিযান চলাকালে বন্যার পানির তীব্র স্রোতের কারণে নয় সেনা সদস্যকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরে অবশ্য তাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে শ্রীনগরে ছুটে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংশ্লিষ্ট প্রশাসনকে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া, শ্রীনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকও করেছেন রাজনাথ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button