ব্রিটেনে প্রতিদিন ২ হাজার স্মার্টফোন চুরি !
এক সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে প্রতিদিন দুই হাজারের মতো স্মার্টফোন চুরি হয়। এবং চোরদের পছন্দের তালিকার শীর্ষে আছে আইফোন। অপরাধ বিষয়ক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় আরো দেখা গেছে, গত দুই বছরে ইংল্যান্ড ও ওয়েলসে সাত লাখ ৪২ হাজারেরও বেশি মোবাইল চুরি হয়েছে।
ক্রাইম সার্ভে ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস অনুযায়ী, ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত মোট সাত লাখ ৪২ হাজার মানুষের মোবাইল ফোন চুরি হয়েছে। শুধু গত বছরেই লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কাছে এক লাখ মোবাইল ফোন চুরির অভিযোগ এসেছে।
সমীক্ষায় দেখা গেছে, চোরদের পছন্দের তালিকায় প্রথমেই আছে আইফোন। সম্প্রতি বের হওয়া আইফোনের নতুন মডেলটি আছে চতুর্থস্থানে। আর তারপরেই পঞ্চমস্থানে আছে ব্লাকব্যারি।