স্কটল্যান্ডের শেষ রানি হতে চান না এলিজাবেথ
স্কটল্যান্ড স্বাধীন হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আর সেক্ষেত্রে তিনিই হবেন স্কটল্যান্ডের শেষ রানি। কিন্তু তিনি সেটা চাচ্ছেন না। তিনি স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের মধ্যেই দেখতে আগ্রহী।
চলতি সপ্তাহান্তে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে রানির একান্ত আলোচনায় স্কটল্যান্ডের গণভোটই প্রাধান্য পায় বলে ব্রিটেনের ডেইলি মিরর জানিয়েছে।
ইউগভের জরিপে দেখা যাচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৫১ ভাগ এবং বিপক্ষে ৪৯ ভাগ ভোট পড়বে। অন্যদিকে জাতীয়তাবাদী নেতা আলেক্স স্যামন্ডের ব্যক্তিগত সমীক্ষা অনুযায়ী, তিনি ৫৪-৪৬ শতাংশে এগিয়ে রয়েছেন।
বাকিংহ্যাম প্রাসাদ সূত্র জানিয়েছে, রানি প্রতিদিনই গণভোটের সর্বশেষ খবর জানতে চাচ্ছেন। ১৭ অক্টোবর সেখানে স্বাধীনতা প্রশ্নে গণভোট হবে।
স্কটল্যান্ড যদি স্বাধীন হয়ে যায়, তবে রানি আর স্কটল্যান্ডের রানি হিসেবে বহাল থাকতে পারবেন না।
তবে ব্রিটেনের ৪৫ ভাগ মানুষ মনে করেন, স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলেও এলিজাবেথকে রানি হিসেবে বহাল রাখা উচিত।
এদিকে স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে ব্রিটেনেও সঙ্কট সৃষ্টি হতে পারে। কয়েকজন টরি এমপি ইতোমধ্যেই স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে প্রধানমন্ত্রী ক্যামেরনকে পদত্যাগ করতে বলেছেন। কারণ পদটি ৩০০ বছর ধরে ইউনিয়নের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।