স্কটল্যান্ডকে যুক্তরাজ্যে রাখার পক্ষে জোর প্রয়াস
স্কটল্যান্ডকে যারা যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত রাখতে চান তারা তাদের প্রচেষ্টা আরো জোরদারের পরিকল্পনা করেছেন। এ বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে সোমবার স্কটল্যান্ডের স্বাধীনতা বিরোধীরা তাদের প্রচেষ্টা জোরদারের পরিকল্পনা করেন।
রোববার সানডে টাইমস পত্রিকায় ইউগোভ জনমত জরিপের ফলাফলে দেখা গেছে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৫১ শতাংশ এবং বিপক্ষে ৪৯ শতাংশ ভোট পড়ে। তবে ছয় শতাংশ লোক বলেছে তারা এখনও তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি।
স্বাধীনতাবিরোধীরা বলছে, যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের বিচ্ছিন্নতার পক্ষে যেকোনো ভোট আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে।
লন্ডনের মেয়র বরিস জনসন স্কটসদের প্রতি অখন্ডতার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা দেশটির জন্যে খারাপ ফল বয়ে আনবে।