যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে পরিবর্তন
১৪ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থী বাংলাদেশিরা অনলাইনে আবেদনের মাধ্যমে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এর মাধ্যমে ভিসা প্রার্থীদের হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার-বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশেল বন্ড। সোমবার রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মিশেল বন্ড জানান, নতুন নিয়ম অনুযায়ী আগ্রহী ভিসাপ্রার্থী মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্য পছন্দসই তারিখ নির্ধারণের সুযোগ পাবেন। এ ব্যাপারে কোন অস্পষ্টতা থাকলে কল সেন্টারে ফোন করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন। রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত কল সেন্টরে সহায়তা পাওয়া যাবে।
মিশেল বন্ড বলেন, মার্কিন ভিসাপ্রার্থীদের এইচএসবিসি ব্যাংকের যে কোন শাখায় ভিসা ফি জমা দিতে হবে। আবেদনপ্রার্থী ভিসা পাওয়ার পর সাইমন ওভারসিজে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সেন্টার থেকে পাসপোর্ট নিতে পারবেন।
তিনি জানান, ভিসা-প্রক্রিয়ায় পরিবর্তন এলেও যুক্তরাষ্ট্রের ভিসা ফি’র হার অপরিবর্তিত থাকছে।