দেশে ফিরেছেন খালেদা জিয়া
পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছেন তিনি।
বিমানবন্দরে দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাহিদ, এমএ মান্নান, মাহমুদুল হাসান, এড. খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।
২৭ জুলাই সৌদি বাদশার বিশেষ আমন্ত্রণে ১০ দিনের সফরে সৌদি আরব যান খালেদা জিয়া। ৩১ জুলাই পবিত্র ওমরাহ হজ পালন করেন তিনি। মদিনায় মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন। এর আগে সোমবার সন্ধ্যায় বিদায় তাওয়াফ সম্পন্ন করেন তিনি।