স্কটল্যান্ডবাসীর প্রতি ক্যামেরনের শেষ মুহূর্তের আহবান

David Cameronব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাজ্য থেকে আলাদা না হতে স্কটল্যান্ডবাসীর প্রতি শেষ মুহূর্তের আহবান জানিয়েছেন। স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকবে কী থাকবে না সে প্রশ্নে আগামী সপ্তাহে ভোটাভুটি হবে। এদিকে এক জনমত জরিপে দেখা গেছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে প্রায় সমানে সমানে প্রচারণা চলছে।
৩০০ বছরের পুরানো ইউনিয়নের ভাঙন ঠেকাতে প্রচারণা চালাতে বিরোধী ওয়েস্টমিনিস্টার দলের নেতৃবৃন্দের সঙ্গে স্কটল্যান্ডে আকস্মিক ভ্রমণের আগে ক্যামেরন ডেইলি মেইল পত্রিকায় এক নিবন্ধ লিখেছেন। তিনি স্কটল্যান্ডের স্বাধীনতাকে ‘অন্ধকারে ঝাঁপ দেয়ার শামিল’ বলে হুঁশিয়ার করেছেন।
ক্যামেরন লেখেন, ‘যুক্তরাজ্য খুবই মূল্যবান ও বিশেষ দেশ। তবে দেশটি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা স্কটল্যান্ডবাসীকে দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে একসাথে থাকতে চাই। আমরা সবাই একটি পরিবার। আর তাই একটি পরিবারের মতো এ দেশ ভেঙে যাক আমরা কখনো তা চাই না।’
তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য একবার ভেঙে গেলে, তা চিরদিনের জন্যই ভেঙে যাবে। সুতরাং আপনাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। স্বাধীনতার পক্ষে হ্যাঁ ভোট অন্ধকারে ঝাঁপ দেয়ার শামিল। আর স্কটল্যান্ডের জন্য উজ্জ্বল ভবিষ্যত চাইলে না ভোট দিন।’
ক্যামেরন বলেন, না ভোটের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত থাকার অধিকার স্কটল্যান্ডবাসীর রয়েছে।
ক্যামেরনের রক্ষণশীল দল স্কটল্যান্ডে জনপ্রিয় নয়। পার্লামেন্টের ৫৯ জনের মধ্যে মাত্র একজন রক্ষণশীল দলের সদস্য। এছাড়া জনমত জরিপে স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থীরা প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার আগ পর্যন্ত ক্যামেরন স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে খুব কমই প্রচারণা চালিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে, স্কটল্যান্ড আলাদা হয়ে গেলে নিজ দলের বিরোধীরা ক্যামেরনকে পদত্যাগে বাধ্য করতে পারেন।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে প্রায় সমান সমান সমর্থন রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button