স্কটল্যান্ডের স্বাধীনতা সম্ভাবনায় উজ্জীবিত বার্সেলোনা
আগামী সপ্তাহে অনুষ্ঠিত স্কটল্যান্ডের গণভোটে স্বাধীনতার পক্ষে বেশি ভোট পড়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় স্পেন থেকে বার্সেলোনা অঞ্চলের বিচ্ছিন্ন হওয়ার সমর্থকেরা উজ্জীবিত হয়েছে। আগামী ৯ নভেম্বর সেখানেও স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।
স্পেন সরকার অবশ্য, কাটালোনিয়ার প্রেসিডেন্ট আরতার মাসের গণভোট পরিকল্পনা অনুমোদন করেনি।
এদিকে গত সপ্তাহে প্রথমবারের মতো স্কটল্যান্ডে স্বাধীনতার পক্ষে সামান্য কিছু বেশি ভোট পড়বে বলে জনমত জরিপে জানা গেছে। আর এতেই দারুণ উজ্জীবিত কাটালোনিয়ার স্বাধীনতার সমর্থকেরা।
মারিয়া গুয়েল (৩২) নামের একজন জানান, স্কটল্যান্ড আমাদের উস্কে দিচ্ছে।
এক সময় এই অঞ্চলটি স্বাধীনই ছিল। ১৭১৪ সালে উত্তরাধিকারী যুদ্ধে স্প্যানিশ ও ফরাশি শক্তি এটি করায়ত্ত করে। পরে তা স্পেনের অংশে পরিণত হয়।
নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে ৭৫ লাখ কাটালান অত্যন্ত গর্বিত।