ইসরাইলের সাথে ব্যবসা ছিন্ন করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের

EUইসরাইলের সাথে সব রকমের ব্যবসা ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান করা হয় বলে জানায় বার্তা সংস্থা এ এ।
ইউরোপীয় পার্লামেন্টের পর্তুগালের সদস্য মারিসা ম্যাটিয়াস বলেন, ইসরাইলের সাথে কেবল সামাজিক চুক্তি ছিন্ন করাই যথেস্ট নয়। তাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করতে হবে। পাশাপাশি যুদ্ধবাজ ইসরাইলের সব রকমের পণ্য বর্জন করতে হবে আমাদের।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলিরা সরাসরি বেসামরিক লোকদের ওপর আক্রমণ চালিয়েছে। তাদের এই বেপরোয়া আচরণ স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
সদস্যরা, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনী ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বেরও সমালোচনা করেন।
ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের অধিকারের প্রতি জোর দিয়ে বলা হয়, যারা তাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না, তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদেরও অপরাধের দায় নিতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button