গোলাম আযমকে সিসিইউ থেকে প্রিজন সেলে স্থানান্তর
জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সিসিইউ থেকে প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালের প্রিজন সেল থেকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল।
অধ্যাপক গোলাম আযমের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। রক্ত চাপ ও হার্ট বিট বেড়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিএসএমএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
তার ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আযমী বলেছেন, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় তার বাবাকে সিসিইউ থেকে প্রিজন সেলে স্থানান্তর করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতারের পর ২০১২ সালের ১১ জানুয়ারি থেকে অধ্যাপক গোলাম আযম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন।