সিলেট নয়াসড়ক পয়েন্টকে ‘‘মাদানী চত্ত্বর” ঘোষণা

Nayasarakসিলেটের ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদ সংলগ্ন পয়েন্টকে ‘‘মাদানী চত্ত্বর” ঘোষণা করলেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী । তিনি গতকাল বৃহস্পতিবার বাদ জুহর জামেয়া হোসাইনিয়া মিরবকসটুলা নয়া সড়ক মাদ্রসায় এক অনুষ্ঠানে উলামায়ে কেরামের সামনে এ ঘোষণাদেন। মাদ্রাসার ছাত্র সংগঠন ‘আল মাদানী ছাত্র সংসদ’ কর্তৃক আয়োজিত সংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ইসলামী শিক্ষাবিস্তারে কওমী মাদ্রাসা ও দারুল উলুম দেওবন্দের অবদান তুলে ধরেন। বিশেষ করে দেওবন্দের আল্লামা মাওলানা হোসাইন হোসাইন আহমদ মাদানীর (রহ:) নিকট সিলেটবাসী কৃজ্ঞ বলেই তিনি সিলেটের ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদ সংলগ্ন পয়েন্টকে ‘‘মাদানী চত্ত্বর” ঘোষণা দেন।
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত হযরত শাহজালাল (রহ:)সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেটে দীর্ঘকাল অবস্থান করে ইসলাম প্রচার করেগেছেন ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনের বীরসিপাহ সালার বিখ্যাত আলেম মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ:)। সিলেটের মাটি ও মানুষের হৃদয়ের গভীরে মরহুম মাদানী (র)এর স্থান। সেই বাস্তবতাই আবারো প্রমাণ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগেও সিলেটের বরেণ্য ব্যক্তিত্ব প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ও আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ প্রমুখ নেতৃবৃন্দ হযরত মাদানী (র) এর স্মৃতিবিজড়িত নয়াসড়কস্থ ঐতিহাসিক খেলাফত বিল্ডিং এর স্থান উদ্ধারের ক্ষেত্রে মরহুম নেতৃবৃন্দের অবদান সিলেটের ধর্মপ্রাণ লোকজন চিরদিন স্মরণে রাখবেন।
সিসিক সূত্র জানিয়েছে, ইতি মধ্যে চত্বরে র্নিমাণ কাজ শুরু হয়েছে। সংস্কারকাজ সমাপ্তহলেই মাদানী (র)এর ন্যামপ্লেট লাগানো হবে।
মেয়রের এমন ঘোষনায় পুৱো দেশের মাদানী সমর্থকদেৱ মধ্যে আনন্দেরবন্যা বয়ে যাচ্ছে। তারামহান আল্লাহ পাকের দরবারে মেয়র আরিফুল হকের শুকুরিয়া আদায়করে ধন্যবাদ জানিয়েছেন। মাদানীর চেতনার লালন-পালন, আধ্যাত্মিকতার সাধনাস্থল নয়াসড়ক মোড়কে “মাদানী চত্ত্বর” ঘোষণা করায় সিলেটের ধর্মপ্রাণ লোকজনের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খলিফায়ে মাদানী শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী এবং সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ। তারা  নয়াসড়ক পয়েন্টকে মাদানী চত্বর ঘোষণা করায় মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে, ১৯২৩-থেকে ২৮ সাল পর্যন্ত সিলেটে মাওলানা মাদানী সিলেটের নয়াসড়ক জামে মসজিদে রমজানে এসে ইতেকাফ করতেন। মসজিদ সন্নিকটেই ঐতিহাসিক খেলাফত বিল্ডিংয়ে তিনি পবিত্র হাদীসের দরস দিতেন একই সাথে বৃটিশ বিরোধী আন্দোন পরিচালনা করতেন। পরবর্তিতে তিনি দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস হিসেবে সেখানে চলে গেলেও প্রতি রমজানে তিনি সিলেট আসতেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button