আমেরিকাকে সামরিক ঘাঁটি দেবে না তুরস্ক
ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলায় আমেরিকাকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার তার ভাষণে সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে হামলা শুরু হবে বলে ঘোষণা দেয়ার পর তুরস্ক এ কথা বলল।
তুর্কি সরকারের এক কর্মকর্তা বলেছেন, তার দেশ শুধুমাত্র ইনসিরলিক বিমান ঘাঁটি খুলে দিতে পারে রসদ সরবরাহ ও মানবিক সহায়তার জন্য; কোনো হামলার জন্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম বলেছে, তুরস্ক কোনো সশস্ত্র সংঘাতে যুক্ত হবে না; শুধুমাত্র মানবিক অপারেশনে মনযোগ দেবে।
ধারণা করা হচ্ছে- আইএসআইএল’র হাতে আটক তুর্কি জিম্মিদের অবস্থা খারাপ হতে পারে সেই আশংকায় তুরস্ক এ ধরনের সংঘাত এড়াতে চাইছে। গত জুন থেকে আইএসআইএল’র হাতে তুরস্কের ৪৯ জন নাগরিক জিম্মি অবস্থায় রয়েছে। এর মধ্যে কূটনীতিক ও শিশুও রয়েছে। ইরাকের মসুল শহরে তুর্কি কনস্যুলেট থেকে এদেরকে আটক করেছিল আইএসআইএল। এ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, “পণবন্দীদের জন্য আমাদের হাত ও বাহু বাধা।”