দেশে কোনো গণতন্ত্র নেই : ড. আকবর
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। সারা দেশে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে।
তিনি বলেন, সরকার যত অপরাধই করুক না কেন একদিন না একদিন এর বিচার হবেই।
শুক্রবার রাজধানীর মহাখালী ব্রাক ইন সেন্টারে এক গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে আকবর আলি খান এসব কথা বলেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সারা দেশে গুম-খুনের প্রতিবাদে এই গণস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক ইয়ুথ মুভমেন্ট অফ ডেমেক্রেসি।
এতে অংশ নিয়ে আকবর আলি খান বিদ্যমান এ সকল সমস্যা সমাধানে সারা দেশে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, ‘আজকে যাই ঘটুক না কেন একদিন এর বিচার হবে। অতীতে কোনো অপরাধী পার পেয়ে যায়নি আর ভবিষ্যতেও কেউ পার পাবে না। তবে এসব সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আকবর আলি বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের ঘটনা ঘটছে।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ। এই চার মূল চেতনার মধ্যে গণতন্ত্র ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে আমাদের দেশে গণতন্ত্র চর্চা একেবারেই অনুপস্থিত। এ কারণেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুন বাড়ছে।
ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসির আহ্বায়ক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে গুম ও খুনের শিকার পরিবারের স্বজনরা এ বিষয়ে কথা বলেন। তারা গুম হওয়া ব্যক্তিদের ঈদের আগেই পরিবারের কছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।