লন্ডনে ‘আমরা ঘরর তাইন‘র মোড়ক উন্মোচন
সিলেটে লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র কথা ও সুরে সিলেটের আঞ্চলিক ভাষায় বেশ কটি গানসহ ৮ সেপ্টেম্বর সোমবার প্যারডি গানের অডিও অ্যালবাম আমরা ঘরর তাইন’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সহজ সরল ও সিলেটের আঞ্চলিক ভাষায় সঙ্গীতের মাধ্যমে সমাজের দুর্নীতিবাজ চাটুকার ও লুটেরাদের মুখোশ ভিন্ন ধারায় উন্মোচন করেছেন খ্যাতিমান সাংবাদিক কলামিস্ট গীতিকার ও কবি নাজমুল ইসলাম মকবুল। বক্তারা বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজের অনাচার দুর করা সম্ভব। তারা বলেন, আমাদের সমাজে অন্তহীন সমস্যার নেপথ্য কারিগর হচ্ছে কতিপয় সুযোগ সন্ধানী প্রতারক, কতিথ মোড়ল বা সমাজপতি ভন্ড নেতা পাতিনেতা। এদের কুট কৌশল ও প্রতিহিংসার ফলে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হন দেশের খেটে খাওয়া নিরপরাধ সাধারন মানুষ। বিশেষ করে গ্রাম বাংলার নীরিহ জনসাধারন। বক্তারা বলেন এই অডিও অ্যালবাম সত্যিই একটি ব্যতিক্রমী উদ্যোগ। বক্তারা কবি নাজমুল ইসলাম মকবুলের সফলতা কামনা করেন এবং তাকে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাজ্যের বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে পূর্ব লন্ডনের বারাকা রেষ্টুরেন্টে আয়োজিত মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট লেখক ফোরামের উপদ্ষ্টো কাউন্সিলার একাউন্টটেন্ট আয়াছ মিয়া। সিলেট লেখক ফোরামের সাবেক সহ সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় সিডির সফলতা কামনা করে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক ইউরো পত্রিকার সাবেক সম্পাদক মোহাম্মদ জাহেদি ক্যারল, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, কাউন্সিলার সিরাজুল ইসলাম, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, টেমস বাসিয়ার উপদেষ্ঠা হাজী রইচ আলী, সিডির পৃষ্ঠপোষক আলহাজ্ব জবান আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ুম, বেতার বাংলার হেড অফ প্রোগ্রাম মুস্তাক বাবুল, বাংলা টিভির চিফ রিপোর্টার ইব্রাহিম খলিল, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আছহাব বেগ, বর্তমান যুগ্ম সম্পাদক ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, প্রবাসী সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল বাছিত বাদশা, দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুশ শহিদ, সাধারণ সম্পাদক মহাব্বত শেখ, সাংগঠনিক সম্পাদক কদর উদ্দিন, বিশ্বনাথ এইড এর সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ট্রাষ্টি ফারুক মিয়া, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্টের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনু, সলিসিটার আব্দুল ওয়াহিদ, লেখক আব্দুল হক, কমিউনিটি নেতা মাওলানা রফিক আহমদ রফিক, ফারুক আহমদ, শাহ সোপান, শামীম তালুকদার, আবু সুফিয়ান, ময়ূর মিয়া, আব্দুল মুকিত, কবির মিয়া, আবুল হোসেন, দৌলত হোসেন।