মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকায় রোজা শুরু
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ-আমেরিকায় বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার ওই দেশের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার থেকে এই মাস শুরু হয়নি। ফলে বুধবার থেকে রমজান মাস শুরু হবে বলে সৌদি সরকার জানিয়েছে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও ১০ জুলাই রমজান শুরু হয়েছে।
হিজরি সালে রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করা হয় ঈদুল ফিতর।
এদিকে সোমবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কোথাও চাঁদ দেখা যায়নি, ফলে বুধবার থেকে রমজান শুরু হচ্ছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৪০০ মসজিদ রয়েছে। সবগুলোতেই তারাবি নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসের রেস্তোরাঁগুলোতে ইফতারির বিশেষ আয়োজন চলছে।