তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় পোপ
ভ্যাটিকান সিটির প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বিশ্বটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।’ তিনি এ ব্যাপারে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কতা উচ্চারণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ইতালির ১ লাখ সেনার প্রতি শ্রদ্ধা জানানোর পর এক প্রতিক্রিয়ায় এ সতর্কতা উচ্চারণ করেন তিনি। এ সময় ‘সন্ত্রাসবাদের পরিকল্পনাকারীদের’ প্রতি নিন্দা জানান পোপ। শনিবার টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির যুদ্ধ স্মৃতিসৌধ রেডিপুগলিয়ায় এক জনসমাবেশে পোপ বলেন, ‘মানবতার কাঁদা প্রয়োজন এবং এখই সেই সময়।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধ হলো উন্মাদনা।’
পোপ আরো উল্লেখ করেন, অনেকে শান্তির কথা বলে যুদ্ধ করছে, ধ্বংস ও গণহত্যা চালাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।
গত কয়েক মাসে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার ইউক্রেন, সিরিয়া, গাজা, ইরাক এবং আফ্রিকার কয়েকটি দেশে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
যুদ্ধকে অমানবিক উল্লেখ করে তিনি আরো বলেন, ‘যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। লোভ, অসিঞ্চুতা এবং ক্ষমতার লোভ যুদ্ধের ইন্দন জোগায়।’
গত মাসে পোপ এক অনুষ্ঠানে বলেন, ‘সৃষ্টিকর্তার নামে যুদ্ধ’ পরিচালনা অমানবিক। তিনি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।