সর্বশেষ জরিপে এগিয়ে স্বাধীনতাকামী স্কটিশরা
সর্বশেষ আইসিএম জরিপে দেখা গেছে, স্কটল্যান্ডের স্বাধীনতাকামীরা ৫৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে দেশটির স্বাধীনতা চান না ৪৬ শতাংশ স্কটিশ। এ যাবতকালের জরিপগুলোর মধ্যে এটিতেই বেশি ব্যবধানে এগিয়ে আছেন স্বাধীনতাকামীরা। ডেইলি মেইল
অবশ্য জরিপ বিশেষজ্ঞ জন কার্টিস অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি বলেন, কোনো জরিপে ন্যূনতম ৭০৫টি স্যাম্পল নেয়া প্রয়োজন। কিন্তু এ জরিপের স্যাম্পল নেয়া হয়েছে খুবই কম পরিমাণ। তাই এর ফলাফলে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি।
উল্লেখ্য, ভোটের সময় যত এগিয়ে আসছে ততই ভিন্ন ভিন্ন ফলাফল আসছে জরিপে। এর আগে এক জরিপে দেখা গেছে স্বাধীনতকামীরা পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। আর গ্রেট ব্রিটেনের পক্ষে এসেছে ৫৩ শতাংশ ভোট।