বাঘ ও সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

Hasinaবাংলাদেশের জাতীয় প্রাণী বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এবং  তাদের আবাসভূমি  সুন্দরবন  রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানী ঢাকায় দ্বিতীয়বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গ্লোবাল টাইগার রিকভারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাঘ অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধি এবং গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভের সদস্যরা সম্মেলনে অংশ নেন। ৩ দিনব্যাপী এই সম্মেলনে বাঘ অধ্যুষিত ১৩টি দেশের প্রতিনিধিসহ ২০টি দেশের ১৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে  শেখ হাসিনা  বলেন, বাঘ হত্যা ও বাঘের আবাসভুমি  সঙ্কোচনের ফলে এই প্রাণীটির অস্তিত্ব এখন বিপন্ন।  গত একশ’ বছরে বাঘের সংখ্যা এক লাখ থেকে হ্রাস পেয়ে তিন হাজার সাতশতে দাঁড়িয়েছে।
প্রকৃতি রক্ষার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু বাঘ রক্ষাই নয়, প্রাণী বৈচিত্রের বিপুল আধার হিসেবে সুন্দরবনকে রক্ষা করা জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব-পরিবেশের এক অনন্য নিদর্শন এই সুন্দরবন। আমি বিশ্ব সম্প্রদায়কে সুন্দরবন রক্ষায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, এর আগে ২০০০ সালে গ্লোবাল টাইগার ফোরামের প্রথম সাধারণ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button