রানীর জন্য পাইলট খোঁজা হচ্ছে
ব্রিটেনের রানী এলিজাবেথের হেলিকপ্টারের জন্য একজন পাইলট খোঁজা হচ্ছে। এজন্য বিজ্ঞাপনও দেয়া হয়েছে। ব্রিটিশ রানীর পাইলট হওয়া অত্যন্ত মর্যাদার চাকুরি, সন্দেহ নেই। তবে শুধুই কী মর্যাদাপ্রাপ্তি? চাকুরিটা পেলে অর্থযোগও ঘটবে বেশ।
নির্বাচিত পাইলট বছরে বেতন পাবেন ৭৮,৫০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকার সমান।
রানীর নাতি প্রিন্স উইলিয়াম চলতি মাসে যখন আবার পাইলটের চাকুরিতে ফিরছেন তখন তিনিও পাবেন এর অর্ধেক বেতন।
ব্রিটিশ রাজকীয় ওয়েবসাইটে দেয়া বিজ্ঞাপনে বলা হয়েছে সফল আবেদনকারীর ‘ভিভিআইপি’ অভিজ্ঞতা থাকতে হবে।
প্রিন্স উইলিয়াম ছাড়া তারা বাবা প্রিন্স চার্লস, তার ছোট ভাই প্রিন্স হ্যারি এবং তার চাচা প্রিন্স অ্যানে প্রত্যেকেই যোগ্য হেলিকপ্টার পাইলট।
প্রিন্স উইলিয়াম চলতি মাসেই এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হিসেবে যোগদান করবেন। এজন্য বছরে তিনি বেতন পাবেন ৪০,০০০ পাউন্ড। তবে সেই অর্থ তিনি দাতব্য সংস্থায় দান করবেন।
রানীর জন্য পাইলটের কী কী যোগ্যতা থাকতে হবে?
তাকে যুক্তরাজ্যজুড়ে ভ্রমণ করতে হবে। প্রয়োজন হলেও রাতেও কাজ করতে হবে। তাকে হতে হবে নমনীয় এবং নির্ধারিত সময়ের বাইরেও কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
বিজ্ঞাপনে বলা হয়েছে, রানীর পাইলট বহরে সদস্যের সংখ্যা খুব বেশি থাকেন না। তাদেরকে সহায়তা করেন স্থলবাহিনীর সদস্যরা। রানীর ব্যক্তিগত হেলিকপ্টার বহরে রয়েছে সিকরস্কাই এস৭৬ হেলিকপ্টার এবং একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড ১০৯এস।
বিজ্ঞাপনে আরো বলা হয়, পাইলটকে নিরাপদে এবং দক্ষতার সাথে মান বজায় রেখে হেলিকপ্টার পরিচালনা করতে হবে।
তার করপোরেট/ ভিভিআইপি অভিজ্ঞতা থাকা খুবই বাঞ্ছনীয়।
আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।