আরবিএস লন্ডন সদর দপ্তর সরিয়ে নিতে পারে

RBSস্কটিশ ভোটাররা তাদের স্বাধীনতার প্রশ্নে গণভোটে ‘হাঁ’ ভোট প্রদান করলে ব্রিটেনের রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড তার সদর দপ্তর লন্ডন থেকে সরিয়ে নেবে।
এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে সে মনে করে ব্যাংকের হোল্ডিং কোম্পানি রি-ডোমিচাইল করা অত্যাবশ্যক হয়ে পড়বে।
তবে কর্মচারিদের উদ্দেশ্যে লেখা এক পত্রে ব্যাংকের প্রধান নির্বাহী বলেছে ব্যাংকের কাজকর্ম অথবা কর্মস্থল সরিয়ে নেয়ার কোন ইচ্ছা তাদের নেই।
স্কটিশ ফার্ষ্ট মিনিষ্টার এ্যালেক্স স্যালমন্ড আরবিএস এর সংবেদনশীল মার্কেট ডাটা ফাঁস করার জন্য ট্র্যাজারিকে দোষারোপ করেছেন।
এদিকে, স্কটল্যান্ডের সর্ববৃহৎ ফান্ড ম্যানেজারের বস বলেন স্বাধীন স্কটল্যান্ড হবে একটি বড় ধরণের সফলতা।
এ্যাবারডেন এ্যাসেট ম্যানেজম্যান্ট এর প্রধান নির্বাহী মার্টিন গিলবার্ট বলেন “আমি মনে করি একটি স্বাধীন স্কটল্যান্ড অবশ্যই একটি বড় ধরণের সফলতা, তবে এটি একটি গোপন ব্যালট এবং আমি এটি মেনে চলবো।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button