অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেনজার্সকে। ম্যানইউর পক্ষে একটি করে গোল করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, আন্দ্রেয়া হেরেরা, ওয়েইন রুনি ও হোয়ান মাতা। চলতি লীগের প্রথম ৩ ম্যাচে জয়ের দেখা পায়নি লুইস ভ্যান গালের শিষ্যরা। প্রথম দুই ম্যাচে ড্র করলেও পরের তৃতীয় ম্যাচে হারে ম্যানইউ। এদিন ম্যানইউর হয়ে অভিষেক হয় মেক্সিকোর স্ট্রাইকার রাদামেল ফেলকাও ও আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহোর। আর দলের জয়ে স্বস্তির নি:শ্বাস ফেললেন কোচ ভ্যান গাল। ব্রাজিল বিশ্বকাপের পর ম্যানইউর দায়িত্ব নেন নেদারল্যান্ডসের এ কোচ। কিন্তু ম্যানইউকে সাফল্যের মুখ দেখাতে পারছিলেন না তিনি। এদিন ওল্ড ট্রাফোর্ডে পারফরমেন্সে ও গোলে সবদিক থেকেই ভক্তদের তৃপ্তি যোগিয়েছে ভ্যান গালের শিষ্যরা। ম্যাচের ৬৯ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিলো ম্যানইউর। মাত্র ৩১ শতাংশ ছিলো কিউপিআর। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যানইউ। ২৪, ৩৬ ও ৪৪ মিনিটে গোল করেন যথাক্রমে ডি মারিয়া, হেরেরা ও রুনি। ৫৮ মিনিটে দলের শেষ গোলটি আসে স্প্যানিশ তারকা মাতার পা থেকে। চলতি লীগে ৪ ম্যাচে সংগ্রহ ৫ পয়েন্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button